আমি রোজা অবস্থায় মিসওয়াক করছিলাম। হঠাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়ে থুতুর সঙ্গে তা পেটে চলে যায়। এতে কি আমার রোজা ভেঙে গেছে?
আমি রোজা অবস্থায় মিসওয়াক করছিলাম। হঠাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়ে থুতুর সঙ্গে তা পেটে চলে যায়। এতে কি আমার রোজা ভেঙে গেছে?
Add Comment
প্রশ্নোক্ত ক্ষেত্রে গলায় যদি রক্তের স্বাদ অনুভূত হয় কিংবা রক্ত যদি থুতুর সমপরিমাণ বা বেশি হয়ে থাকে তাহলে তা গিলে ফেলার দ্বারা রোজাটি ভেঙে গেছে। এ ক্ষেত্রে ওই রোজা কাজা করতে হবে। আর যদি থুতুর চেয়ে রক্তের পরিমাণ কম হয় এবং গলায় স্বাদও অনুভূত না হয় তাহলে রোজাটি ভাঙেনি, তা সহিহ হয়েছে।
[আলমুহীতুল বুরহানি ৩/৩৫০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬; ফাতওয়া বাযযাযিয়া ৪/৯৮; আলবাহরুর রায়েক ২/২৭৩; ফাতাওয়াত হিন্দিয়া ১/২০৩; ফাতহুল কাদীর ২/২৫৮]