আমি স্মার্ট হতে কী কী করতে পারি?
আমি স্মার্ট হতে কী কী করতে পারি?
Add Comment
- একজন স্মার্ট লোক নিজের সম্পর্কে আগে ভালোভাবে ওয়াকিবহাল হয়ে থাকেন।
- একজন স্মার্ট লোক সর্বাগ্রে নিজের সম্পর্কে ধারণা রাখেন।
- একজন স্মার্ট লোক পরিস্থিতি অনুযায়ী আচরণ করেন।
- একজন স্মার্ট লোক এলোমেলো,অসংলগ্ন,বেপরোয়া এবং ভিত্তিহীন কথাবার্তা চালাচালি করেন না।
- একজন স্মার্ট লোক একজন বড় মাপের পর্যবেক্ষক।
- একজন স্মার্ট লোক কখনো একজনের কথা আরেকজনের কাছে বলেন না।অর্থাৎ কথা বেচাকেনা করেন না।
- একজন স্মার্ট লোক মাঝে মাঝে অদৃশ্য হয়ে যান;আবার মাঝে মাঝে প্রকাশ্যে আসে।
- একজন স্মার্ট-লোক কখনো কথায়-কথায় মাইন্ড করেন না।
- একজন স্মার্ট লোক কখনো অন্যের উপর কোন কিছু চাপিয়ে দেন না।
- একজন স্মর্ট লোক কথা বলেন বুঝে-শুনে।
- স্মার্ট লোকজন খুব সহজেই উত্তেজিত হননা।
- স্মার্ট লোকজন মজা করতে জানেন;কাজেই তারা সহজেই কাউকে আক্রমণ করেন না।