আমি ৩০,০০০ টাকা বাজেট এর একটি ডেস্কটপ কিনতে চাই, কনফিগারেশনের বিষয়ে একটু হেল্প করবেন?
আমি ৩০,০০০ টাকা বাজেট এর একটি ডেস্কটপ কিনতে চাই, কনফিগারেশনের বিষয়ে একটু হেল্প করবেন?
অন্য সব কিছু বাদ দিলেও শুধু গ্রাফিক্স ডিজাইন এবং অ্যাপ ডেভলপমেন্ট এর জন্য আসলে একটু High configuration এর মেশিন হলে ভালো হয়। তবুও সাধ আর সাধ্য সবসময় এক করা অনেকের জন্যই দুরূহ ব্যাপার। যাই হোক, আমি একটা স্পেসিফিকেশন সাজেস্ট করছি। আপনি যদি ব্র্যান্ড মেশিন কিনতে চান তাহলে দাম অবশ্যই একটু বেশি পড়বে। সেক্ষেত্রে
Processor: Intel Core i3-4150, 3.5 GHz, 3 MB L3 cache
Chipset: Intel H81 Express
RAM: 4/8 GB DDR3 1600 MHz
HDD: 500 GB/1 TB 7200 RPM SATA
Monitor: আপনার পছন্দ মত। তবে যত বড় হয় ততই আপনার জন্য সুবিধাজনক হবে। আর LED monitor কেনা ভালো হবে। কেনার সময় ওয়ারেন্টির ব্যাপারে লক্ষ্য রাখবেন।
আর অবশ্যই কমপক্ষে ১০ মিনিট ব্যাকআপ দেয় এমন একটি UPS কিনবেন। এতে কেনার সময় আপনার টাকা কিছুটা বেশি লাগলেও যে উপকারটা পাবেন সেটা অমূল্য। ধন্যবাদ