আয়কর বলতে কি বুঝায়? বাৎসরিক আয় কত হলে এই কর দিতে হয়?
আয়কর বলতে কি বুঝায়? বাৎসরিক আয় কত হলে এই কর দিতে হয়?
Add Comment
আয়কর হল প্রত্যক্ষ কর। এটি আমাদের জাতীয় রাজস্বের দ্বিতীয় প্রধান উত্স। যাদের কররযোগ্য আয় আছে তাদের কে আয়কর দিতে হয়। এই ক্ষেত্রে ব্যক্তিকে যেমন কর দিতে হয় তেমনি এসোসিয়েসন অব পারসন, কোম্পানি, ফার্ম কেও করদিতে হয়। তবে আয়কর অধ্যাদেশ এ ব্যক্তি (পারসন ) বলতে ব্যক্তি (ইনডিভিজুয়াল ), একান্নবর্তী হিন্দু পরিবার ( হিন্দু আনডিভাইডেড ফ্যামিল), অংশীদারি কারবার, কোম্পানি, এসোসিয়েসন অব পারসন সবাইকে বুঝায়। অর্থাৎ যারা আয়কর দেয় আইনের ভাষায় তারা সবাই ব্যক্তি। আমাদের দেশের আয়কর ও এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় আয়কর অধ্যাদেশ ১৯৮৪ দ্বারা। এর আগের আইনটি ছিল ১৯২২ সালের। এই আইন অনুসারে সংসদের অনুমোদন ছাড়া কোন করারোপ করা সিদ্ধ নয়। সংসদ প্রতিবছর ফাইনান্স এ্যাক্ট আকারে নতুন করহার নির্ধারন করে থাকে।