আলফানিউমেরিক কোড কি?
ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন বর্তনীসমূহ এবং আধুনিক মাইক্রোকম্পিউটারের ব্যবহার শুধুমাত্র সংখ্যাগত ক্যারেকটারের মাঝে সীমিত নয় বরং তাতে বর্ণমালা, সংখ্যা, বিশেষ চিহ্ন ইত্যাদি প্রকাশ, মূদ্রণ ও প্রেরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ সকল চাহিদা পূরনের নিমিত্ত কম্পিউটারে বর্ণমালা, সংখ্যা, বিশেষ চিহ্ন ইত্যাদি প্রকাশ করার জন্য বিশেষ ধরণের এক বা একাধিক কোড পদ্ধতির প্রবর্তন হয়। এগুলিকে আলফানিউমেরিক কোড বলা হয়। আলফানিউমেরিক কোডসমূহের মাঝে প্রসিদ্ধ হলো ASCII কোড, EBCDIC কোড, Hollerith কোড, ইউনিকোড (Unicode)ইত্যাদি।