আলস্য ছেড়ে কর্মক্ষম হয়ে ওঠার সেরা উপায় কী?
আলস্য ছেড়ে কর্মক্ষম হয়ে ওঠার সেরা উপায় কী?
Add Comment
- অলস লোকটি, শীতের রাতে কম্বল ছেড়ে উঠে গেট তালা বন্ধ করতে যেতে চায় না। কিন্তু সেই গেটের পাশে দাড়িয়ে ৫-১০ মিনিট ধরে সিগারেট টানতে পারে।
- অলস লোকটি, আধা ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে চায় না। কিন্তু সেই একই জায়গাতে, গার্লফ্রেন্ড এর জন্য তিন ঘন্টা অপেক্ষা করতে পারে।
- অলস ছেলেটি ৩০ মিনিট ধরে চুপ করে ক্লাসে স্যারের লেকচার শুনতে চায় না। কিন্তু, ২-৩ ঘন্টা ধরে নিশ্চুপ হয়ে, সিনেমার পর্দার দিকে তাকিয়ে থাকতে পারে।
- অলস মেয়েটি ড্রয়িং ক্লাসের জন্য সঠিক রঙের পেন্সিল খুজে কিনতে চায় না। কিন্তু সারাদিন ধরে সবুজ ও লালের মাঝামাঝি রঙের লিপস্টিক খুজতে পারে।
- অলস ছেলেটিকে জোর করলেও, সে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার তুলতে চায় না। সেই ছেলেটি স্বপ্ন দেখে, পাশের বাড়ীর ৬০ কেজি ওজনের মেয়েটিকে, কবে দুই হাতে তুলতে পারবে।