আলু থেকে বিদ্যুৎ তৈরি করতে হলে কী কী লাগবে?
আলু থেকে বিদ্যুৎ তৈরি করতে হলে কী কী লাগবে?
Add Comment
মানব জাতি প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে। আলুকে আমরা সাধারণভাবে চিনে থাকি খাদ্য সবজি হিসাবে। এই আলু শুধু খাদ্য হিসেবেই সুস্বাদু ও পুষ্টিকর নয় বিদ্যুৎ শক্তির উৎস হিসেবেও কাজ করে। জেনে নিন এর জন্য যা যা লাগবে।
যা যা লাগবে:
১. কয়েকটা আলু
২. লোহার পেরেক
৩. তামার পাত
৪. কিছু তার
সংযোগ পদ্ধতি:
পেরেক ও তামার পাত আলুতে গেঁথে তার দিয়ে ছোট ডিজিটাল ক্লক অথবা এলইডিতে সংযোগ দিন। ব্যাস এর থেকেই উৎপাদিত হবে বিদ্যুৎ।