আলেম কারা বা কাদেরকে বলা হয়?
আলেম কারা বা কাদেরকে বলা হয়?
এ বিষয়ে আল্লাহ বলেন, ﺇِﻥَّ ﻓِﻲ ﺧَﻠْﻖِ
ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﺍﺧْﺘِﻠَﺎﻑِ ﺍﻟﻠَّﻴْﻞِ ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭِ ﻟَﺂﻳَﺎﺕٍ
ﻟِﺄُﻭﻟِﻲ ﺍﻟْﺄَﻟْﺒَﺎﺏِ- ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺬْﻛُﺮُﻭﻥَ ﺍﻟﻠﻪَ ﻗِﻴَﺎﻣًﺎ ﻭَﻗُﻌُﻮﺩًﺍ
ﻭَﻋَﻠَﻰ ﺟُﻨُﻮﺑِﻬِﻢْ ﻭَﻳَﺘَﻔَﻜَّﺮُﻭﻥَ ﻓِﻲ ﺧَﻠْﻖِ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ
ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﺭَﺑَّﻨَﺎ ﻣَﺎ ﺧَﻠَﻘْﺖَ ﻫَﺬَﺍ ﺑَﺎﻃِﻼً ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻓَﻘِﻨَﺎ
ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ – ‘নিশ্চয়ই আসমান ও
যমীনের সৃষ্টিতে এবং রাত্রি ও
দিবসের আগমন-নির্গমনে
জ্ঞানীদের জন্য (আল্লাহর) নিদর্শন
সমূহ নিহিত রয়েছে’। ‘যারা
দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায়
আল্লাহকে স্মরণ করে এবং আসমান
ও যমীনের সৃষ্টি বিষয়ে চিন্তা-
গবেষণা করে এবং বলে, হে
আমাদের পালনকর্তা! তুমি
এগুলিকে অনর্থক সৃষ্টি করোনি।
মহা পবিত্র তুমি। অতএব তুমি
আমাদেরকে জাহান্নামের
আযাব থেকে বাঁচাও!’ (আলে
ইমরান ৩/১৯০-৯১) ।
প্রতিটি কর্মই তার কর্তার প্রমাণ
বহন করে। অমনিভাবে প্রতিটি
সৃষ্টিই তার সৃষ্টিকর্তা আল্লাহর
প্রমাণ ও তাঁর নিদর্শন হিসাবে
গণ্য। হযরত আয়েশা (রাঃ) বলেন,
অত্র আয়াত নাযিল হ’লে
রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতে
দাঁড়িয়ে যান ও কাঁদতে থাকেন।
ছালাত শেষে আয়াতটি পাঠ
করে তিনি বলেন, আজ রাতে এ
আয়াতটি আমার উপর নাযিল
হয়েছে। অতএব ﻭَﻳْﻞٌ ﻟِﻤَﻦْ ﻗَﺮَﺃَﻫَﺎ ﻭَﻟَﻢْ ﻳَﺘَﻔَﻜَّﺮْ
ﻓِﻴﻬَﺎ ‘দুর্ভোগ ঐ ব্যক্তির জন্য যে এটি
পাঠ করে অথচ এতে চিন্তা-
গবেষণা করে না’ (ছহীহ ইবনু
হিববান হা/৬২০; আরনাঊত্ব, সনদ
ছহীহ) ।