ইউএনও (UNO) শব্দের পূর্ণরুপ কি এবং তাদের কাজ কি?
ইউএনও (UNO) শব্দের পূর্ণরুপ কি এবং তাদের কাজ কি?
Add Comment
ইউএনও এর পূর্ণ রুপ হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার।
দায়িত্ব ও কর্তব্য ঃ
- প্রশাসনিক ইউনিট উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলায় জাতীয় সরকারের প্রতিনিধিত্ব। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন
- সমন্বিত উপজেলা উন্নয়ন পরিকল্পনাসহ উপজেলা পর্যায়ে সকল প্রশাসনিক/উন্নয়ন কর্মকান্ড তত্ত্বাবধান
- ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারার অধীনে ইউএনও ক্ষমতা প্রয়োগ করবেন এবং উপজেলা ম্যাজিষ্ট্রেটের দ্বায়িত্ব পালন
- প্রাকৃতিক দুর্যোগের পর জরুরি ত্রাণতৎপরতায় অংশগ্রহণ
- রাজস্ব ও বাজেট প্রশাসন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ
- উপজেলা প্রশাসন বিষয়ে সকল সরকারি নির্দেশাবলির অনুসরণ নিশ্চিতকরণ
- উপজেলা পর্যায়ে সকল প্রশিক্ষণ কর্মকান্ড সমন্বয়
- তার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের বেতন গ্রহণ ও বন্টন
- অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কার্যাদি তত্ত্বাবধান
- প্রোটোকল সম্পর্কিত দায়িত্ব পালন
- সরকার অথবা জেলা প্রশাসক কর্তৃক তার উপর ন্যস্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন।