ইতিবাচক চিন্তা কতটা গুরুত্বপূর্ণ?
ইতিবাচক চিন্তা আমাদের যেকোনো কাজ সাফল্যের সাথে সম্পন্ন করতে সাহায্য করে। ইতিবাচক চিন্তা আপনার জীবনকে সহজ-সরল করে দিবে। আপনাকে সঠিক পথে চলতে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আবার আপনি যদি এই চিন্তার মধ্যে বিভোর থাকেন যে,
“আমি ইতিবাচক চিন্তা করছি কিনা!”
তাহলে সেটা আবার নেতিবাচক চিন্তা হয়ে যাবে।
জীবনের সব ক্ষেত্রেই যে ইতিবাচক চিন্তা করতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক চিন্তার দরকার আছে।
কেউ যদি আপনাকে মার্ডার করতে আসে তবে আপনি অবশ্যই সে সময় ইতিবাচক চিন্তা করবেন না। তখন যে আপনি নেতিবাচক পরিস্থিতিতে আছেন সেটা আপনাকে মেনে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
জীবনের ৯০ পার্সেন্ট সময়েই আমাদের ইতিবাচক চিন্তার করার প্রয়োজন হয়। আর ইতিবাচক চিন্তার সময় আমাদের শরীরের পজিটিভ হরমোনগুলো নিঃসরণ হয়। আর আমারা আমাদের কাজে সাফল্য অর্জন করতে পারি।