ইদানিং চোখে প্রচুর ময়লা আসে, কী করবো?
ইদানিং চোখে প্রচুর ময়লা আসে, কী করবো?
Add Comment
চোখে ক্রমাগত ময়লা আসার অন্যতম কারণ হতে পারে চোখের পাতার দীর্ঘমেয়াদী প্রদাহ। এক্ষেত্রে আপনার করনীয় হল, চোখ নিয়মিত পরিস্কার রাখা।।কোন ক্ষারীয় সাবান, কাজল, সুরমা বা মেক আপ চোখে ব্যবহার করবেন না। চোখে কুসুম গরম ( অতিরিক্ত গরম নয়) সেঁক নিয়ে দেখতে পারেন। চোখে পিচুটি /ময়লা জমলে তা সাথে সাথে পরিস্কার করে ফেলুন ( ময়লা হাত দিয়ে নয়- পরিস্কার ভেজা সুতি কাপড় দিয়ে).। আর্টিফিসিয়াল টিয়ার ( সিস-টিয়ার) আইড্রপ ব্যবহার করতে পারেন দিনে চারবার ( একফোঁটা করে প্রতি চোখে ছয় ঘন্টা পর পর)। এতে কাজ না হলে চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে ভুলবেন না।
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।