ইমপ্ল্যান্ট পদ্ধতি কি? কেন করা হয়?
ইমপ্ল্যান্ট পদ্ধতি কি? কেন করা হয়?
Add Comment
সাধারণত ইমপ্ল্যান্ট শুধুমাত্র প্রজেস্টোরেন হরমোন সমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয়। এটি করার বয়সসীমা ধরা না হলেও ৩০বছর থেকে তার উপরে বয়সীদের এটি করা উত্তম।এটির পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমনঃমাথাধরা, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া,স্তনে ব্যথা বা ভারী লাগা বোধ, বেশিদিন ধরে অল্প অল্প রক্তক্ষরণ বা অতিরিক্ত রক্তস্রাব ইত্যাদি।
আর এটি করার আগে পুরো শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ এর টেস্ট অবশ্যই করাতে হয়।