ইমিউনোথেরাপি কি? এটি কোথায় করায়, কেমন খরচ লাগে?
ইমিউনোথেরাপি কি? এটি কোথায় করায়, কেমন খরচ লাগে?
একেক রোগের জন্য ইমিউনোথেরাপির সংজ্ঞা একেক রকম। তবে আপনার ক্ষেত্রে অর্থাৎ যাদের এলার্জি আছে, তাঁদের জন্য ইমিউনোথেরাপি হল এলার্জিকে সহনীয় মাত্রায় কমিয়ে আনার পদ্ধতি। এক্ষেত্রে আপনার যে জিনিসে এলার্জি আছে সেটা বা তার সমতূল্য কোনবস্তুকে আপনার শরীরে প্রয়োগ করা হয় ( অবশ্যই সহনীয় মাত্রায়)। এভাবে আস্তে আস্তে আপনার শরীরকে এলার্জেনের বিরূদ্ধে অভিযোজিত করা হয়। এটি বেশ দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া ; মেডিকেলের ভাষায় একে ডিসেনসেটাইজেশন করা বলা হয়। এজন্য আপনি পান্থপথে “এলার্জি সেন্টার” এ অধ্যাপক ডাঃ গোবিন্দলাল স্যারকে ( অধ্যাপক ও বিভাগীয় প্রধান; এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ) দেখাতে পারেন। কিংবা এ্যাপোলো হসপিটালস ঢাকাতে ডাঃ হাসিবুর রহমান স্যারকে ( প্রাক্তন বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন রোগ বিভাগ, কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ) দেখাতে পারেন। আর খরচের ব্যাপারটি আপনার প্রয়োজনীয় “এন্টিজেন শট “, হাসপাতাল ও ডাক্তারভেদে বিভিন্ন হয়। আপনার নির্দিষ্ট ডাক্তার আপনার প্রয়োজন অনু্যায়ী খরচটি আপনাকে জানিয়ে দেবেন। 
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।