ইসলামে কি যৌথ পরিবার বাধ্যতামুলক করা হয়েছে?
ইসলামে কি যৌথ পরিবার বাধ্যতামুলক করা হয়েছে?
Add Comment
যৌথ পরিবার বলি বা অন্য যে কোনো পরিবার ইসলামে এই সব নিয়ে কোনো বাপারেই কোনো বাধ্যবাধকতা নেই। যার জন্য যেমন থাকা ভালো। যে পরিবার বা যে পরিবেশ থাকলে মানুষের জন্য আমল-ইবাদত করা সহজ ও সুবিধাজনক হবে ইসলাম সেই পরিবার ও পরিবেশকেই সমর্থন করে। তবে পরিবার গড়ার ক্ষেত্রে বাবা মায়ের খেদমত করার বিষয়টি প্রধান্য দেওয়া ভিত্তিকে একক বা যৈথ পরিবার গঠন করা উচিত।