ইসলামে তালাক দেওয়ার পর এক সাথে পুনরায় সংসার করতে হলে কি হিলল্লা বিবাহ দিতে হয়?
ইসলামে তালাক দেওয়ার পর এক সাথে পুনরায় সংসার করতে হলে কি হিলল্লা বিবাহ দিতে হয়?
Add Comment
ইসলামে তালাক দেওয়া নিষিদ্ধ। তালাক তখনই দিতে পারে যখন স্বামী আর স্ত্রী আর একসাথে সংসার করা সম্ভব নয়। তাই তাদের দুজনের মধ্যে আর বিয়ের কোন প্রশ্নই ওঠে না। আর হিল্লাল বিবাহ। স্বামী স্ত্রী তালাক হওয়ার দীর্ঘ দিন পর তাদের মধ্যে কোন পরিবর্তন হওয়ার পর আবার বিয়ে করে সংসার করতে চায় তবে করতে পারে । আর এই দীর্ঘ দিন ইসলাম প্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষ কাউকে একা থাকতে অনুমতি দেয় না। তাই তাদের অন্য খানে বিয়ে হবে এবং তালাক হবে তার পর তো তাদের আবার মিলিত হবার সুযোগ হবে। কুরআন হাদিস দ্বারা বিস্তারিত জানতে স্থানিয় উলামা আলেমের নিকট যান।