ইসলামে ধুমপান সম্পকে কী বলে?
ইসলামে ধুমপান সম্পকে কী বলে?
Add Comment
ইসলামে ধুমপান হালাল না হারাম এ বিষয়ে
মুসলিম বিশেষজ্ঞগণ বিভিন্ন ফতোয়া দিয়েছেন ।
পূর্ববর্তী আলেমগন বলত ধুমপান মাকরুহ । কিন্তু
বিজ্ঞানের অগ্রগতির ফলে আলেমদের মতামতেও
পরিবরতন এসেছে ।
আল্লাহ বলেন-
“তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের
ধ্বংসের মুখে পতিত করো না ।” ( বাকারাহ- ১৯৫ )
সিগারেটের ভেতর থাকে ক্ষতিকর নিকোটিন ও টরে
।যার ফলে প্রতিবছর দশ লাখেরও বেশি মানুষ
ধুমপানের কারনে মারা যায় ।ফুসফুসের ক্যান্সার
হয়, ধূমপায়ীর মুখ ও ঠোঁট কাল হয় , গলায় ঘা হয় ,
পেপ্টিক আলসার হয়, কোষ্ঠকাঠিন্য হয়, খুদামন্দা
হয়, স্বাস্থ্য খারাপ হয় , যৌনশক্তি কমে যায় ।
এমনকি স্মরনশক্তি কমে যায়।
এসব গবেষণার উপর ভিত্তি করে ৪০০ – এরও বেশি
ইসলামিক স্কলার ফতোয়া দিয়েছেন ধুমপান হারাম।