ইসলাম কেন নারী-পুরুষদের অবাধবিচরণ অনুমোদন করে না, এটি কি ইসলামে আধুনিকতা নাকি সেকেলে ধারণা ?
ইসলাম কেন নারী-পুরুষদের
অবাধবিচরণ অনুমোদন করে না, এটি কি
ইসলামে আধুনিকতা নাকি সেকেলে
ধারণা ?
ডাঃ জাকির
নায়েকঃযদি আপনি “আধুনিকতা”
বলতে বুঝেনআপনার স্ত্রী বা বোনকে
আপনি বিক্রয়পণ্য করবেন যাতে তারা
অন্যদের সাথে অবাধমেলামেশা
করতে পারে অথবা আপনি তাকে
“মডেলিং” পেশায় নিয়োগ
করবেন,সেক্ষেত্রে ইসলাম ‘সেকেলে’
বলেইআমার কাছে মনে হয়।কারণ
পাশ্চাত্য মিডিয়াতে
নারীদেরসম্পর্কে বলা হয় যে, তারা
মহিলাদেরঅধিক স্বাধীনতা ও
অধিকার দিয়েছে,তারা তাদের
সামাজিক মর্যাদা বাড়িয়েছে।
প্রকৃতপক্ষে তার নারীদের মর্যাদাই
ক্ষুণ্ন করেছে।এক পরিসংখ্যান থেকে
দেখা যায় যে, আমেরিকার ৫০%
নারী যারা বিশ্ববিদ্যালয়কিংবা
কর্মক্ষেত্রে যায়, তারা ধর্ষণের
শিকার হয়।আপনি কি কল্পনা করতে
পারেন ৫০%!কিন্তু কেন?কারণ হল
ওখানকার অধিকাংশকর্মক্ষেত্রে
নারী-পুরুষ অবাধ মেলামেশার সুযোগ
পায়। এখন আপনি যদি মনে করেন,
একজনমহিলা ধর্ষিতা হওয়াই হচ্ছে
“আধুনিকতা”তবে সেক্ষেত্রে ইসলাম
হচ্ছে “সেকেলে”। আর যদি বলেন ‘না’,
তাহলে বলব ইসলাম অতিআধুনিক ।।