উঁচু মন মানসিকতা কিভাবে গড়ে তুলতে পারি?

    উঁচু মন মানসিকতা কিভাবে গড়ে তুলতে পারি?
    Add Comment
    1 Answer(s)
      • মানুষকে ছাড় দেওয়ার মনোভাব পোষণ করুন।
      • সব সময় বেহুদা বিতর্কে জড়াবেন না।
      • মুখে একটি অমলিন হাসি রাখুন।
      • ছোটখাটো বিষয়ে অযথা চুলকানি পরিহার করুন।
      • কারো ব্যক্তিগত বিষয়ে বাম হাত ঢুকাবেন না।
      • কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাবেন না।
      • বিপদে আপদে পড়লে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
      • অন্যের সাফল্যে তাকে অভিনন্দন জানান।
      • কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কিংবা ক্রোধের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করতে যাবেন না।
      • আপনার যা কিছু আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
      • আপনার ধর্ম আপনার। যার যার ধর্ম তার তার। নিজেকে কখনো শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে যাবেন না।
      • উঁচু মানসিকতার জন্য ধর্মের উর্ধ্বে উঠতে হবে।
      • মানুষের সাথে বিনা কারণে কিংবা কার্যকারণেও ঝগড়া করা যাবে না।
      • যাকে ভালো লাগে না, তাকে এভোয়েড করুন। তবে তাকে বুঝতে দিবেন না কোন কিছুই।
      Professor Answered on January 6, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.