উইন্ডোজ এক্সপিকে কিভাবে সুরক্ষিত রাখা যায়?

উইন্ডোজ এক্সপিকে কিভাবে সুরক্ষিত রাখা যায়?

Add Comment
1 Answer(s)

    সর্বশেষ সংস্করণ ব্যবহারঃ আপনার উইন্ডোজ এক্সপির সংস্করণ সর্বশেষ কী না তা নিশ্চিত করুণ । যদি না হয়ে থাকে তবে আপডেট করে নিন । ইন্টারনেট সংযোগ দিয়ে আপডেট করে নিতে পারেন , যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত করুণ । কেননা এর পর উইন্ডোজ এক্সপি আর পূর্বের মত তাদের সেবা প্রদান করবেনা ।

    অ্যান্টিভাইরাস আপডেটঃ আপনার অ্যান্টিভাইরাস কী আপডেট নাকি নিশ্চিত করুণ । উইন্ডোজ এক্সপি তাদের এডড – অন – অ্যাপ উইন্ডোজ সেবা ২০১৫ সাল পর্যন্ত দিবে বলে জানিয়েছে , তাই এই সেবা আপডেট করে নিতে পারেন ।

    ই-মেইল ব্যবহারে সতর্কঃ ই- মেইল ব্যবহারে আর সতর্ক হতে হবে । যে কারো মেইল খুলে পড়বেন না । বিশেষ করে ফাইল যুক্ত মেইল । ফাইল যুক্ত মেইল ডাউনলোড করবেন না । অনেক অনাকাঙ্ক্ষিত মেইল আসে , সেই সব মেইল পড়বেন না বা ডাউনলোড করবেন না ।

    সামাজিক যোগাযোগ ওয়েবসাইটঃ সামাজিক যোগাযোগ ওয়েবসাইট সমূহ ব্যবহারে আরো সতর্ক হতে হবে । গান – ছবি – ভিডিও ডাউনলোড থেকে বিরত থাকুন । যে কারো মেইল পড়বেন না । সব লিংককে ক্লিক করবেন না ।

    ইউএসবি , সিডি ও ডিভিডি ব্যবহারে সচেতনঃ এক্সট্রা মেমরি ব্যবহারে ক্ষেত্রে সতর্ক ও সচেতন হতে হবে । নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সব ইউএসবি , সিডি , ডিভিডি ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন ।

    Professor Answered on March 11, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.