উজ্জ্বল শ্যামলা গায়ের রং-এ কোন শেডের লিপস্টিক ভালো মানাবে?
উজ্জ্বল শ্যামলা গায়ের রং-এ কোন শেডের লিপস্টিক ভালো মানাবে? কয়েকটা কালার এবং ব্র্যান্ডের নাম জানাবেন প্লিজ? এগুলোর দাম কেমন হতে পারে?
ঠোঁট রাঙাতে লিপস্টিকের তুলনা নেই। শুধু এই সময়ের নয়, সেই প্রাচীন মিসরের নারীরাও ব্যবহার করতেন লিপস্টিক। এর উদ্ভবও তাদের হাতে। পরবর্তী সময়ে মধ্যযুগীয় ইউরোপ সারাবিশ্বের কাছে লিপস্টিককে পরিচয় করিয়ে দিয়েছিল। তবে কে লিপস্টিক উদ্ভাবন করেছিল, তা জানা একটু কঠিন ব্যাপার। লোকমুখে শোনা যায়, আগের দিনে রঙিন কাগজ ভিজিয়ে ঠোঁটে ঘষে অনেকে কালার করত।
উজ্জ্বল শ্যামলা বর্ণের নারীদের বিভিন্ন ডার্ক কালারের লিপস্টিক অনেক ভালো মানায়। এমন কয়েকটা কালারের মধ্যে রয়েছে ডার্ক পিঙ্ক বা লাইট পিঙ্ক, লাইট রেড, লাইট মেজেন্টা, খয়েরি ইত্যাদি। তবে শ্যামলা বর্ণের মেয়েদের কমলা রংটি একেবারে ভালো লাগে না। এজন্য এই কালারটি এড়িয়ে যাওয়াই ভালো।
লিপস্টিকের সেরা কিছু ব্র্যান্ডের মধ্যে রয়েছে ম্যাক, ডিওর, ল্যাকমি, লানকাম, নারস, চ্যানেল ইত্যাদি। এগুলোর বাজার মূল্য ৩০০ থেকে ১২০০ পর্যন্ত টাকা। ধন্যবাদ