উন্নতমানের সুতি কাপড় চেনার উপায় কী ?
উন্নতমানের সুতি কাপড় চেনার উপায় কী ?
Add Comment
উন্নতমানের সুতি কাপড় চেনা খুবই সহজ। শুধু নিচের কয়েকটি বিষয় মাথায় রাখুন।
১. সুতি কাপড় খুব ভারী হয় না। যত ভালো সুতি, তত পাতলা হয়।
২. সুতি কাপড় হাত দিয়ে ধরলে একটু খসখসে অনুভূতি হবে। সিল্কের মত অনুভূতি হলে সেটা মিক্সড কাপড়।
৩. সুতি দ্রুত পানিতে ভিজে যায়, আবার দ্রুত শুকিয়ে যায়।
৪. সুতি কাপড় ইস্ত্রি করে পরতে হয়, ধুলে কুঁচকে যায়। মনে রাখবেন, যে কাপড় কুচকাবে না, সেটা সুতি না।
ভালো সুতি কাপড় কেনার জন্য মার্কেটে গিয়ে বললেই হবে। হরেক রকম সুতি কাপড় আছে। তবে শার্ট তৈরির জন্য একটু মোটা সুতি কাপড় নেয়াই ভালো। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
রুমানা বৈশাখী
লেখক ও এডিটর ইন চার্জ