উপস্থিত বুদ্ধি কীভাবে বাড়াব?

    উপস্থিত বুদ্ধি কীভাবে বাড়াব?

    Add Comment
    1 Answer(s)

      (প্রথমেই ধন্যবাদ ২৯৯+ আপভোটের জন্য) ;

      [পড়তে ২ মিনিট সময় লাগবে]

      দুটি গাড়ির মুখোমুখি মারাত্মক সংঘর্ষ হল। দুটি গাড়িরই সামনের অংশ ভেঙ্গে চুরমার। সৌভাগ্যক্রমে দুটি গাড়িরই চালকের কিন্তু কিছু হয়নি। ওরা একদম অক্ষত থেকে গেছে। একটি গাড়ির চালক একজন পুরুষ আর অপর গাড়ির চালক একজন মহিলা।

      .

      দুর্ঘটনার পর দু’জনই ভাঙ্গা গাড়ি থেকে কোনক্রমে বেরিয়ে এলেন। মহিলাটি বলছেন—“দেখুন, আমাদের গাড়ির আর অবশিষ্ট কিছুই রইলো না। তবে ঈশ্বরকে ধন্যবাদ তিনি যে আমাদেরকে রক্ষা করেছেন। ঈশ্বরের হয়ত এটাই ইচ্ছে যে এই ঘটনায় আপনার আর আমার মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠবে এবং এই ঘটনার জন্য আমরা কেউ কাউকে দায়ী করব না।”

      .

      পুরুষটি খুশি হয়ে বললেন—“হ্যা, আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনার সাথে পুরো সহমত পোষণ করছি।

      .

      তখন ভদ্রমহিলা নিচে পড়ে থাকা একটা মদের বোতলের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন—“আরেকটা মিরাকেল লক্ষ করেছেন.? এই বোতলটা আমি আমার এক বন্ধুর জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু গাড়ি চুরমার হয়ে গেল তবু বোতলটা কিন্তু অক্ষত থেকে গেল। ঈশ্বর বোধ হয় চাইছেন আমরা এটা দিয়ে আমাদের আজকের এই সৌভাগ্যের সেলিব্রেট করি। এবার মহিলাটি মদের বোতলটি লোকটির হাতে দিয়ে বললেন—

      “নিন শুরু করুন।”

      লোকটি বোতলের ক্যাপ খুলে তিন বার খেয়ে বোতলটি মহিলাটিকে দিয়ে বলল—“থেঙ্কস, এখন আপনি নিন।”

      মহিলাটি বলল—“আমি আসলে এত বেশি খাই না, আপনি আরেকটু খেয়ে আমাকে দিন।”

      লোকটি তখন বোতলের প্রায় ৭৫% খেয়ে বোতলটি মহিলা কে দিয়ে বলল—“নিন ম্যাডাম, এখন আপনি খান।”

      মহিলাটি বলছে—“প্লিজ মাইন্ড করবেন না, আমি এখন খাব না, কারণ আমি এখন পুলিশের অপেক্ষা করছি, পুলিশ এসে দেখে বলুক এই দুর্ঘটনার জন্য দায়ী কে-।”

      যাদের এই লেখা নিয়ে একটু খটকা লেগেছে তারা নিচের লেখাটা পড়ুন। আর যারা এটাকে স্বাভাবিকভাবেই নিতে পেরেছেন তাদের জন্য ধন্যবাদ।💙

      সম্পাদনা: এটা আমি চাইনি যদিও কিন্তু সে বাধ্য করেছিল বটে; KrishnoSarker এর মতো যে গাধাগুলো কমেন্টে নিজের সাধুবাবাগিরি দেখাতে ইচ্ছুক তারা অন্যত্র চলে যান। আপনারা উপস্থিত বুদ্ধি বলতে কি শুধু ভালোটাই বুঝেন? আর এখানে সে শুধু নিজেকে সেইফ পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন ছিল তাই করেছে। এতো আমাদের ভন্ডদের এতো গা জ্বালা দেয় কেন? সত্যিকারের আলেমবিদরা স্তব্ধতা পালন করে চলে যায় আর বাকি Krishno এর মতো গাধাগুলো চিল্লায়! গাধা!

      Professor Answered on May 15, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.