এই লোভ-লালসার জগতে প্রেম, ভালোবাসাটা কতটা যুক্তিপূর্ণ?
এই লোভ-লালসার জগতে প্রেম, ভালোবাসাটা কতটা যুক্তিপূর্ণ?
Add Comment
লোভ লালসা, প্রেম ভালোবাসা এসব জগতেরই বাস্তবিক রূপ। কাজেই, সংসারে থেকে এসবের সহাবস্থানকে অস্বীকার করা সম্ভব নয়।
সুতরাং, অযৌক্তিক কিছুই নয়।
প্রশ্নে যে বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে, সে বার্তার মাহাত্ম্য অনুধাবন করতে হলে, বৈরাগ্যের পথে পা বাড়িয়ে দিতে হবে।
কিন্তু, সংসার ত্যাগ করে সন্ন্যাসীর জীবন বেছে নেয়ার সিদ্ধান্ত ও যুক্তির কাছে যে মুখ থুবড়ে পড়বে না, সেটা নিশ্চিত করে বলা যাবে না।
সুতরাং, লোভ, লালসা, প্রেম ভালোবাসা নিয়ে জীবনকে বাস্তবিকভাবে উপভোগ্য করে তোলাই বড় যুক্তি।