একজন অপহৃত নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়াটা কি দোষের কিছু?
আমার প্রতিবেশী একজন ভিকটিম(অপহরণ করা হয়েছিল)। স্বাভাবিকভাবেই সমাজ তাকে অবহেলার চোখে দেখছে। বিষয়টা এখনও বিচাবাধীন। আমি একজন নেতৃত্বস্থানীয় পরিবারের সন্তান। আমি চাই ওই মেয়েটিকে জীবনসঙ্গী করে তার পাশে থাকতে। কিন্তু আমি পরিবারকে কীভাবে বুঝাবো? এ ব্যপারে তারা কি আমার এই সিধান্তটিকে ভালোভাবে নেবে? অথবা আমার সিধান্তটি কি ভুল? উল্লেখ্য আমি অবিবাহিত।
না, এটি কখনই দোষের কিছু না। কারণ আপনি এক্ষেত্রে মহৎ কাজই করছেন। তবে হ্যাঁ, বিষয়টিতে কিছু বিষয় জড়িত। সেগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন।
আপনি বলছেন যে মেয়েটি একবার অপহৃত হয়েছিল যার বিচার কাজ চলছে। আপনি ভাবছেন যে মেয়েটি সামাজিকভাবে অবহেলিত হচ্ছে। শুধুমাত্র এই কারণেই যদি তাকে বিয়ে করতে চান তাহলে তার প্রতি কখনই সুবিচার করা হলো না। কারণ সে এখন অসহায় বলেই আপনি তাকে বিয়ে করতে চাইছেন তাকে সত্যিকার অর্থে ভালোবাসছেন না। এক্ষেত্রে আপনিই ভেবে দেখুন যার প্রতি সুবিচার করা হচ্ছে কি না।
তাছাড়া আমাদের বর্তমান আইন ব্যবস্থা অনেকটাই কঠোর। তাই একজন নারী যদি আইনের দারস্থ হয়ে তার প্রতি অবিচারের ন্যায় বিচার চায় তাহলে শুধু আইনই নয় সারা বিশ্বই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সেক্ষেত্রে সে কখনই সমাজের বঞ্চিত, অবহেলিত নারী হবে না বরং সে সেই সমাজের আদর্শ হয়েই পরিচিত হবেন। দুর্ঘটনা সবার জীবনেই কমবেশি ঘটে থাকে তা কে কতটুকু প্রতিরোধ করতে পারল সেটাই দেখার বিষয়।
সবকিছুর উর্ধে আপনি যদি তাকে সত্যিই বিয়ে করতে চান তার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি তাকে ভালোবাসেন কি না। আপনি ভালোবাসলেও নিপীড়িত মেয়েটিকে জিজ্ঞাসা করুন যেসে আপনাকে পছন্দ করে কি না বা আপনার সাথে তার সারা জীবন কাটাতে কোনো প্রকার দ্বিধা আছে কিনা। যদি সবদিক থেকেই মিলে যায় সেক্ষেত্রে বিয়ে করতে পারেন এবং আপনার পরিবারের গর্ব করা উচিত যে তাদের ছেলে দেশ, সমাজ সবকিছুর উর্ধে গিয়ে একজনকে ভালোবেসেছে।
তবে হ্যাঁ, আপনি এখনই সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েন না। এতে করে সে আপনাকে ভুল বুঝতে পারে। এর চেয়ে বরং তাকে ন্যায় বিচার পেতে সহায়তা করুন। ধন্যবাদ