একজন আদর্শ বন্ধু জীবনে প্রয়োজন কেন?
একজন আদর্শ বন্ধু জীবনে প্রয়োজন কেন?
জীবনটাকে খুব উপভোগ করার সময় যেমন ছোটো জীবন মনে হয়, ঠিক তেমনি জীবনটা কাটানোর সময় জীবনটাকে দীর্ঘ মনে হয়। জীবনে চলার জন্য সঠিক রাস্তার যেমন দরকার, তেমনই আদর্শ বন্ধু দরকার। সঠিক দিশায় চলার জন্য। বন্ধুত্ত্ব কথাটি যেমন মধুর শুনতে লাগে, ততটা মধুরও ঠিক না। বন্ধুত্ত্ব ততদিনই ঠিক থাকবে যতদিন আপনার মস্তিস্ক ঘুমিয়ে থাকবে। যেদিন থেকে দুনিয়াটাকে বুঝে যাবেন, বাস্তব তা বুঝবেন চারপাশে কাউকে আর আদর্শ বন্ধু বলে মনে হবে না। বইকে আপন করুন, জ্ঞানী হবেন।জীবনের যেটা লক্ষ্য সেটাকে ভালোবাসুন, বন্ধু করে তুলুন সেটাকে। সাফল্য আপনার পায়ে এসে ধরা দেবে। পকেটে পয়সা না থাকলে বন্ধু তো দূরের কথা মনে হবে বাস্তবের দুনিয়ায় পায়ের তলার মাটি সরে গেছে। যেরকম ভাবেন দুনিয়াটা তার থেকেও জাহিল। এখানে কেউ কারুর হয়না। সফল হওয়া দেখুন, শত্রুও পায়ে তেল মাখাবে। হয়তো আমার কথা ভালো লাগবে না। তবে মিলিয়ে নেবেন বাস্তবটা এরকম।কেউ দেখে শেখে, আর কেউ ঠেকে শেখে। আমি ঠেকে শিখেছি। আদর্শ বন্ধু খুঁজতে গিয়ে কোথায় যেন ধাক্কা খেয়ে গেছি।মানুষের মনুষ্যত্ব টা নেই আর।কেউ আদর্শ হয়না, নিজেকে এগিয়ে যেতে হয়, বন্ধু আসবে যাবে, আবেগের এই দুনিয়ায় সবই মায়ার খেলা।