একজন পাগল কেন নিজেকে কখনই পাগল বলে স্বীকার করে না?
একজন পাগল কেন নিজেকে কখনই পাগল বলে স্বীকার করে না?
Add Comment
কারন, তখন তার স্বাভাবিক বিচার ক্ষমতা থাকেনা।
সে কে, সে কি করছে, কোথায় যাচ্ছে। তখন সে ভালো-মন্দ বিচার করতে পারেনা।
সে মনে করে, সে যা করছে তাই তার জন্য ভালো। এজন্য তার পাগলামী সে নিজে বুঝেনা। এবং নিজেকে পাগল বলতে কখনোই সে রাজী নয়।