একজন বন্ধুর কোন কোন আচরণগুলো আপনার কাছে অসহ্যকর?
একজন বন্ধুর কোন কোন আচরণগুলো আপনার কাছে অসহ্যকর?
Add Comment
আপনার প্রশ্নে বুদ্ধিমত্তার পরিচয় আছে। অনেকেই বলে “মানুষ টি অপ্রিয় হয়ে গেছে কেন?” কিন্তু মানুষ সত্যি বলতে প্রিয় বা অপ্রিয় দুটোই হয় তার আচার আচরণ ও ব্যবহার এর কারণেই।
যাই হোক, আমার একজন প্রাণের বেস্টু আছে, মানুষ হিসেবে সে অসাধারণ, অতুলনীয় কিন্তু তবুও ভালো খারাপ মিলিয়েই সবকিছু। তবে আমার বেস্টুর খারাপ গুণ পাওয়া খুব মুশকিল তাও খুঁজে খুঁজে একটা পেয়েছি। ওর একটা বদ অভ্যাস, বদ আচরণ আমার খুব অসহ্য লাগে — যেটা বারবার বারণ করব সেটাই শুনবে না, সবজান্তা গামছা ওয়ালার মতো করবে।
তাছাড়া আর কিছুই নেই।