একজন বেক্তি নামাজ পড়ছে তার সামনে দিয়ে গেলে কি হয় ?
একজন বেক্তি নামাজ পড়ছে তার সামনে দিয়ে গেলে কি হয় ?
Add Comment
নামাযে মগ্ন ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কথোপকথনে থাকেন। এই অবস্থায়
তার সামনে দিয়ে যাওয়া সাংঘাতিক গুনাহের কাজ।
কতটা সামনে দিয়ে যাওয়া উচিত এই নিয়ে একটু মতভেদ পেয়েছি। একজন বলেছেন পুরা তিন কাতার জায়গা রেখে যাওয়া উচিত। কেউ বলেন ছয় কাতার।
আমি ব্যাপারটাকে এভাবে দেখি– আপনি এমন দূরত্ব দিয়ে যাবেন যাতে নামাজী ব্যক্তির সামনের
দৃষ্টিসীমার মাঝে না থাকেন।
যেহেতু, নামাজি ব্যক্তি সামনে কতটুকু দেখতে পাচ্ছে তা আপনি জানেন না। তাই যথেষ্ট নিরাপদ দূরত্ব দিয়েই যাবেন। তিন কাতার আমার কাছে যথেষ্টই মনে হয়। অন্যথায় নামাজ শেষ করার অপেক্ষা করাই ভালো।