একজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য কী কী শর্ত প্রযোজ্য?

একজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য কী কী শর্ত প্রযোজ্য?
Add Comment
1 Answer(s)

    ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক পুলিশ বিনা পরোয়ানায় ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই ১৫ টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।

    – কোন ব্যক্তি কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকলে বা জড়িত বলে বিশ্বাসযোগ্য খবর বা অভিযোগ থাকলে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারে।

    – আইনগত কোন অজুহাত (যুক্তি) ছাড়া কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকলে তাকে গ্রেফতার করা যেতে পারে।

    – আইন অনুসারে বা সরকার আদেশ দ্বারা কাউকে অপরাধী বলে ঘোষণা করলে তাকে গ্রেফতার করা যায়।

    – কারো কাছে থাকা মালপত্র চোরাই বলে সন্দেহ করার যুক্তি সঙ্গত কোন কারণ থাকলে।

    – পুলিশের কাজে বাধা দিলে, বা কেউ আইনগত হেফাজত থেকে পলায়ন করলে বা করার চেষ্টা করলে।

    – বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন করেছেন এই মর্মে যৌক্তিক সন্দেহ থাকলে।

    – যে কাজ বাংলাদেশে করা হলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হত তা বলাদেশের বাইরে করে থাকলে বা করেছেন এই মর্মে নির্ভরযোগ্য তথ্য বা যুক্তিসঙ্গত তথ্য সন্দেহ থাকলে।

    – মুক্তিপ্রাপ্ত আসামী কাঃ বিঃ ৫৬৫ (৩) উপধারার নিয়ম লংঘন করলে। এই নিয়মানুযায়ী জেল থেকে মুক্তির পর ৫ বছর পর্যন্ত সদব্যবহারের নিয়ম রয়েছে।

    – কাউকে গ্রেফতারের জন্য অন্য কোন পুলিশ অফিসারের কাছ থেকে রিকুইজিশন পাওয়া গেলে।

    – প্রকাশ্য জীবিকা বা নিজের আয়ের কোন সন্তোষ জনক জবাব দিতে না পারলে।

    – যে বাক্তি অভ্যাসগত ভাবে চোর, ডাকাত, গৃহভঙ্গকারী বা চোরাইমাল গ্রহণের দুর্নাম যার রয়েছে।

    Professor Answered on July 10, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.