একজন ভাল মানুষের কী কী ভাল গুনাবলী থাকবে?
একজন ভাল মানুষের কী কী ভাল গুনাবলী থাকবে?
Add Comment
- ভাল মানুষ সত্যবাদী হবেন।
- ভাল মানুষ ধৈর্যশীল হবেন।
- ভাল মানুষ কখনও কারও সাথে কোন ভুল করলে ক্ষমা চেয়ে নেবেন।
- ভালো মানুষ লোভ, হিংসা এবং অহংকার থেকে মুক্ত থাকবেন।
- ভালো মানুষ অপরের অধিকারের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন।
- ভালো মানুষ তার আশপাশের মানুষদের সত্যের দিকে সাধ্যমত আহ্বান করবেন।
- ভালো মানুষ সকল প্রকার অনর্থক কাজ এবং পাপকাজ থেকে বিরত থাকবেন।