একজন মানুষের কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে?
০১) যখন দেখি, একজন মানুষ ট্রেনে, গাড়ি বা প্লেনে করে কোথাও যাওয়ার সময় হাতে মোবাইল ব্যবহারের পরিবর্তে বই পড়ছে।
০২) যখন দেখি, একজন মানুষ রিকশওয়ালাকে সালাম দিচ্ছে।
০৩) যখন দেখি, একজন মানুষ ভ্রমনে গিয়ে আমার মত ছবি-সেলফি তুলার চেয়ে প্রকৃতির দিকে মনোযোগ দিয়ে দেখছে।
০৪) যখন দেখি, একজন ধনি মানুষ চায়ের টং এ বসে আড্ডা দিচ্ছে।
০৫) যখন৷ দেখি, দেশের কেউ তার গবেষণা প্রকাশ করেছে।
০৬) যখন দেখি, ক্ষমতাসীন দল সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাচ্ছে।
০৭) যখন দেখি, একটা ভালো ছেলে বা মেয়ে আরেকটা ভালো সঙ্গের অভাবে খারাপ ছেলে বা মেয়েতে পরিনত হয়ে গেছে।
০৮) যখন দেখি, স্বামীকে ধোঁকা দিয়ে কেউ পরকিয়া করছে।
০৯) যেখন দেখি, ধর্মের আবেগে পড়ে মানুষ অন্যধর্মের আরেকটা মানুষকে পশুর সাথে তুলনা করছে।
১০) যখন দেখি, আমার ধর্মের সহজ-সরল মনের মানুষকে মুর্খ,অর্ধ-শিক্ষিত ও কুসংস্কারপুর্ণ বক্তারা উগ্র মনোভাব শেখাচ্ছে।
১১) যখন দেখি, মানুষ ডাক্তারে না গিয়ে কবিরাজ, অমুক-তমুক বাবার কাছে যাচ্ছে।
১২) যখন দেখি, কোনো ছোট বাচ্চাকে তার বাল্যকাল থেকে বঞ্চিত করে জোর করে A,B,C এবং বিসিএস ক্যাডারের প্রশ্ন শিখানো হচ্ছে।
১৩)যখন দেখি, গাড়িতে একটা মানুষ মোবাইল ব্যবহার না করে বাইরের দিকে তাকিয়ে আছে।
১৪)যখন দেখি, কেউ কৃষক, জেলে, চাষা বা শ্রমিকদের সম্মান দেয় না।
১৫) যখন দেখি, একজন মানুষ গ্রামের মানুষকে খ্যাত বলে অপমান করে।
১৬) যখন দেখি, একজন মানুষ দুর্নীতিবাজ এবং খারাপ টাকাওয়ালাকে গুরুত্ব বেশি দেয়।
১৭) যখন দেখি, মানুষ ঘুষ খায়।
১৮) যখন দেখি, স্কুলের মাস্টার ছাত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করেন বা করার চেষ্টা করেন।
১৯) যখন দেখি, একজন মানুষ আরেকটা মানুষকে খুন করেছে।
২০) যখন দেখি, একটা পাগককে কেউ হোটেলে নিয়ে খাওয়াচ্ছে।
২১) যখন দেখি, কেউ একটা লাইব্রেরী বানিয়ে ফেলেছে।
২২) যখন দেখি, কোরা থেকে কেউ আমারে মেসেজ করেছে।
২৩) যখন দেখি, একধর্মের মানুষ আরেকধর্মকে হেয় করে দেখছে।
২৪) যখন দেখি, বাংলাদেশের নাস্তিকরা শুধু ইসলামকে নিয়ে পড়ে থাকে।
২৫) যখন দেখি, একজন মজুর হাসছে।
২৬) যখন দেখি, কেউ ভাইয়া বলে ডাকছে।
২৭) যখন দেখি, আমার ফ্রেন্ডরা ৪-৫ টা প্রেম ক্ক্রে বেড়াচ্ছে আর আমি সিঙ্গেল পড়ে রয়েছি।
২৮) যখন দেখি, অপরিচিত কেউ ফোন দিয়ে বন্ধুসুলভ আচরণ করছে।
২৯) যখন দেখি, বিকেককে রেখে আবেগ দিয়ে কেউ কোনোকিছু বিচার করছে।
৩০) যখন দেখি, কুরায় আমার লেখা মানসম্মত না হলেও মানুষ উত্তরে আপভোট, মন্তব্য, শেয়ার এবং ফলো করছে।