একজন মানুষের লক্ষ কী হওয়া উচিত?
- একজন মানুষের লক্ষ হওয়া উচিত সৎ শততার উপর ভর করে চলাফেরা করা। সৎ সাহসিকতার পরিচয় দেওয়া।
- সৎ উপার্জনের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করার লক্ষ্য স্থির করা।
- অন্যের উপর ভরসা না করে সৃষ্টিকর্তার উপর ভরসা করা।
- এবং কি নিজের ছেলের সন্তানের উপর ও ভরসা করা উচিত নয়।
- নিজের ভবিষ্যতে যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু জমিয়ে রাখার লক্ষ্য স্থির করা।
- নিজের আপনজনদের যতটুকু অর্থ এবং কি সাজসজ্জা দেওয়ার দরকার ততটুকু দেওয়া। যথেষ্ট অর্থ নিজের জন্য জমিয়ে রাখা।
শুধু পোলাপানের ভবিষ্যৎ নিয়ে চিল্লাচালি এবং কি সারা জীবন পরিশ্রম করা এটা একটা বোকামি ছাড়া কিছুই না। ছেলেপেলেকে এমনভাবে সুশিক্ষিত এবং কি পরিশ্রমিক করে তুলুন যেন নিজের পরিশ্রম নিজেই করতে পারে এবং কি নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারে।
আমার বাবা-মা ও তো আমার জন্য অনেক পরিশ্রম করেছে যেন আমি অনেক সুখে থাকতে পারি। কিন্তু কি দেখা গেল আমার কি কাজ করা লাগে না অবশ্যই কাজ করা লাগে।
তো আপনি ভাবতেছেন আপনার পোলাপানের ভবিষ্যৎ করবেন। আপনার কি ধারণা আপনার পোলাপান কি কাজ করতে পারবে না। অবশ্যই তারা কাজ করবে আপনি যতটুকুই করেন না কেন তারা কাজ করেই খাবে তারা পরিশ্রম করবেই।
তাই নিজের লক্ষ্য নিজেও স্থির করুন। নিজের জন্য যথেষ্ট অর্থ জমিয়ে রাখার চেষ্টা করুন।
অন্যের যুক্তির মাধ্যমে নয় নিজের লক্ষ্য নিজেরই ঠিক করা ভালো।
লক্ষ্য ও উদ্দেশ্যহীন জীবন মরুভূমির বালুচরের মত
আপনি যদি কোন কিছু অর্জন করতে চান, তাহলে আগে লক্ষ্য স্থির করেন ।