একজন রমজান মাসে রোজা অবস্থায় ভাইকে রক্ত দিয়েছেন। এতে কি তাঁর রোজা ভেঙে গেছে বা কোনো ক্ষতি হবে?
একজন রমজান মাসে রোজা অবস্থায় ভাইকে রক্ত দিয়েছেন। এতে কি তাঁর রোজা ভেঙে গেছে বা কোনো ক্ষতি হবে?
Add Comment
রোজা অবস্থায় রক্ত দিলে রোজা নষ্ট হয় না। কারণ শরীর থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রোজা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। সুতরাং রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া যাবে। তবে রক্ত দেওয়ার কারণে কারো যদি এত দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা হয় যে সে রোজা পূর্ণ করতে পারবে না, তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরুহ হবে। তাই এ ধরনের ব্যক্তি জরুরি প্রয়োজন ছাড়া দিনের বেলা রক্ত দেবে না।
[সহিহ বুখারি ১/২৬০; আলমুহীতুল বুরহানি ৩/৩৫৬; ফাতহুল কাদির ২/২৫৬; আলবাহরুর রায়েক ২/২৭৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯]