একজন সুস্থ মানুষের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কত?
একজন সুস্থ মানুষের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কত?
Add Comment
সঠিকভাবে সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ১৫.৫ gm/dl।(সর্বোচ্চ ১৮.০২ gm/dl)। মহিলাদের ক্ষেত্রে এমাত্রা নারীদের ক্ষেত্রে ১২ থেকে ১৬ হতে পারে। তবে সাধারণত টেস্ট রিপোর্ট এ gm/dl দিয়েই এটি প্রকাশ করা হয়।