একটা ব্যবসা কেমনে শুরুকরবো?
ব্যবসা শুরু করতে ব্যবসায়ী হয়ে জন্মাতে হয় না। ব্যবসা শুরু করতে একটি ব্যবসায়ী মানসিকতা লাগে। আপনার যদি ব্যবসায়ী মানসিকতা থাকে দেখবেন আপনার চারপাশের পরিবেশ থেকে আপনার জন্য ব্যবসায়ী সারঞ্জাম আপনার মাথায় চলে এসেছে।
মূলত আমরা ভাবি ব্যবসা হয় পরিশ্রমে। মূলত ব্যবসা হয় ব্রেইনে। মানুষের মাথার ভেতরে ব্যবসা।
আপনি যখন ব্যবসায়ী মানসিকতার হবেন তখন আপনি ২০০০ টাকার একটি পণ্য কিনে দামের হিসেব না করে তখন ভাববেন আপনি এই পণ্যটি কত টাকায় উৎপাদন করতে পারবেন এবং ২০০০ টাকা বিক্রি করলে কত টাকা লাভ থাকবে। আপনি এক কেজি ফল কিনে ৩০০ টাকা বিল দিয়ে চলে না গিয়ে হিসেব করবেন এক কেজি ফল ২৫০ টাকায় কিনে ৩০০ টাকায় বিক্রি করে সব খরচ বাদ দিলে আপনার কত টাকা লাভ থাকবে? দিনে ৩০ কেজি ফল বিক্রি করলে মাসশেষে কত টাকা আয় হবে।
আপনি কী ব্যবসা করবেন, কোনটি দিয়ে শুরু করবেন সেটা আপনার চেয়ে বেশি কেউ জানে না। আপনার ব্রেইনের কাছে জিজ্ঞেস করেন। সে আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। তবে আমি আপনাকে কিছু গাইডলাইন দিচ্ছি।
বাজার চাহিদা
যে ব্যবসাই করুন না কেন বাজারে বা আপনার ক্রেতামহলে তার চাহিদা কতটুকু আর অন্য ব্যবসায়ীরা কতটুকু পূরণ করতে পারছে তা আপনাকে বের করতে হবে। এখানে যত বেশি গ্যাপ থাকবে তত বেশি আপনার লাভবান হওয়ার চান্স থাকবে।
কোয়ালিটি
বাঙালি সস্তা খোঁজে এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। বর্তমানে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে ব্যবসা না করলে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব না।
ধৈর্য্য
আপনার ধৈর্য্য না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না। দেখবেন আপনার বন্ধু শিক্ষাজীবন শেষ করে ৩০ হাজার টাকা বেতনের চাকরি করছেন আর আপনি মাসশেষে ৫ হাজারে আটকে আছেন। ধৈর্য্য ধরে থাকুন। ৫ হাজার থেকে এক লক্ষ হতে শুধু সময়ের ব্যবধান।
এই যে ধরুণ আমি আমার ই-কমার্স সাইটটা নিয়ে কাজ করছি ২ বছর ধরে। শুরুতে কেউ সায় দিতো না। মাঝেমধ্যে অর্ডার পেতাম, মাঝেমধ্যে কোনো অর্ডার ছিল না। এখন বেশ ভালো করছি। ডায়বেটিস রোগীদের নিয়ে আমি কাজ করছি।
তাই লেগে থাকুন। একসময় ব্যবসা হবেই।
লেখাটি ভালো লাগলে আপভোট দিয়ে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।