একসাথে সাত রংয়ের চা বানাতে কী কী উপকরন লাগে?
একসাথে সাত রংয়ের চা বানাতে কী কী উপকরন লাগে?
Add Comment
এক সাথে সাত রঙ্গের চা তৈরী করতে বেশি কিছু লাগে না লাগে শুধু কৌশল যা লাগবে গরম পানি,চিনি,গ্রীন টি, ব্লাক টি, দুধ এখন প্রথমে চিনির সাথে গরম পানি মিশিয়ে নিন কাপে রাখুন, এর পর আস্তে আস্তে ব্লাকটি গ্লাসে ঢেলে দিন খুব সাবধানে এরপর গ্রীন টি বানিয়ে আস্তে আস্তে ঢালুন এই ভাবে কালার বানিয়ে ঢালুন দেখবেন সাত রঙ্গের চা তৈরী হয়ে গেছে।