“একাকীত্ব” বলতে আপনি কী বোঝেন? কখন বলবেন আপনি একাকীত্বে ভুগছেন?
“একাকীত্ব” বলতে আপনি কী বোঝেন? কখন বলবেন আপনি একাকীত্বে ভুগছেন?
- যখন দিনশেষে আপনি ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন এবং জানেন যে এমন কেউ নেই যার সাথে আপনি নিজের দুঃখ ভাগ করে নিতে পারবেন।
- ভিড়ের মধ্যেও নিজেকে বেমানান বা খাপছাড়া লাগে
- হয়তো স্কুল বা কলেজে সবাই আছে কিন্তু সেখানে তবু আপনি একা, আপনি অনুভব করতে পারেন যে আপনার অস্তিত্ব না থাকলেও কিছুই বদলাতো না।
- বন্ধু বান্ধব সবার জীবনে একজন প্রিয় মানুষ আছে এবং দিনশেষে আপনি সম্পূর্ণ একা। তাই তারা পুরোনো ভালো বন্ধু হলেও তাদের সাথে গল্প আর আগের মতো জমে না।
- একাকিত্ব শুধু মনের মিলযুক্ত মানুষের অভাব নয় এটি হতে পারে জীবনে কোন লক্ষ্যের অভাব। হয়তো আপনি একেবারে বুঝতে পারছেন না আপনি জীবনে কি চান এবং জীবন কোনদিকে এগোচ্ছে।
আমি সেকেন্ড ইয়ারের কলেজ স্টুডেন্ট এবং প্রায়শই একাকিত্ব অনুভব করি। স্কুলের বন্ধুরা অন্য কলেজে থাকায় তাদের সাথে কমই দেখা হয়। সত্যি বলতে স্কুলে সেই রোজ যাওয়া,একসাথে ক্লাস করা,টিফিন খাওয়া, খুব মিস করি। কলেজে নতুন বন্ধু নেই বললেই চলে যারা আছে কলেজ শেষ হলে পারতপক্ষেও তাদের সাথে কোনদিন কথা হবে না জানি। একজন ভালো বন্ধুর খুব অভাব অনুভব করি। পড়াশোনাতেও তেমন মন বসে না কারণ রেজাল্ট ভালো ছিল বলে আগ্রহ না থাকা সত্ত্বেও সবার কথায় সায়েন্স নিয়ে ফেলেছিলাম। এখন ফিজিক্স এর ডেরিভেশন,কেমিস্ট্রির কনসেপ্ট দেখে কেমন যেন দম বন্ধ হয়ে আসে ।
জীবনে কি করবো কিচ্ছু জানি না। যখন দেখি যারা কোনদিনই পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিল না তারাও নিজেদের লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে নিজের ওপর খুব রাগ হয়।
তবে দেখা যাক কিছু না কিছু নিশ্চয়ই রাস্তা বের করবো। এভাবে নিজের জীবনটা নষ্ট হতে দেবো না।