একা একা থাকলে কী কী সুবিধা ও কী কী অসুবিধা হতে পারে?
একা একা থাকলে কী কী সুবিধা ও কী কী অসুবিধা হতে পারে?
আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি একা থাকতে পছন্দ করি কিনা তাহলে আমি সঠিক উত্তরটা দিতে পারবনা। কারণ মাঝে মাঝে আমার একা থাকতে ভালো লাগে আবার মাঝে মধ্যে মনে হয় একা থাকা মানেই একাকিত্ব। আর একাকিত্ব মানেই যন্ত্রণাদায়ক কিছু।
যাহোক, একা থাকার বেশ কিছু উপকারিতা আছে। তাই এর সুবিধাগুলোই আগে বলি:
> একা থাকলে বাঁধা দেবার কেউ নেই। যখন যেটা করতে ইচ্ছা করবে করে ফেলতে পারেন। ধরুন আপনার খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, চলে যান এক দৌড়ে ভেজার জন্য, কারণ বাঁধা দেবার কেউ নেই 😉
> একা থাকলে আপনি আপনার বন্ধু-বান্ধবদের বেশি সময় দিতে পারবেন।
>একা থাকলে আপনি আপনার বিশেষ কোনো গুণের দিকে মনোযোগ দিতে পারবেন। সেটা যেকোনো ভালো গুণই হতে পারে। এর মানে একা থাকা আপনাকে ব্যক্তিত্ববান বানাতে পারে। যেমন: যদি আপনি ছবি আঁকতে পছন্দ করেন তাহলে নিরিবিলি জায়গা খুঁজে নিন।
> আপনি যদি একা থাকেন তাহলে আপনি আর্থিক ও সামাজিক ভাবে স্বাধীন থাকবেন এবং ফলে বুদ্ধিমত্তার সাথে অর্থ সঞ্চয় করতে পারবেন।
> মুখসধারী মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক শ্রেয় কারণ তাদের ভালোবাসার অন্তরালে ভয়াবহ ঘৃণা থাকে।
> একা থাকার কারণে আপনি জীবনের সত্যিটা অন্বেষণ করতে পারবেন, বিশ্বের অজানা সত্যকে গবেষণা করতে পারেন।
> তাছাড়া ঘুম থেকে খুব দেরি করে উঠলেও বকাবকি করার কেউ নেই।
> একা থাকলে নিজের মতো করে রুটিন তৈরি করতে পারেন।
> সমস্যায় পরলে তার সমাধান নিজেই বের করতে পারেন, এতে আত্মনির্ভরশীলতা বাড়বে।
> একা থাকলে ম্যাডিটেইশনে মনঃসংযোগ করতে পারেন, এতে মানসিক শান্তি বৃদ্ধি পাবে।
> যেকোনো কাজ শেষ করতে সময় কম লাগবে।
তাই বলি, যারা একা থাকাকে উপভোগ করেন তারা অন্য সবার চেয়ে অনেক আনন্দে থাকেন ও আরো বেশি সামাজিক হন।
এখন বলি অসুবিধার কথা:
> একা থাকা মানেই যদি একাকিত্ব বুঝেন তাহলে আপনি মানুষিক ভাবে অসুস্থ হয়ে যেতে পারেন।
> যদি বাধ্য হয়ে একা থাকতে হয় আপনাকে তাহলে হতাশায় ভুগবেন।
> অনেকে আবার সবার মাঝে থেকেও নিজেকে একা মনে করেন, এর মানে আপনি একাকিত্বে ভোগছেন। আর, এই একাকিত্ব ভাবাটাই মানুষিক অসুস্থতা।
> একা থাকলে অলসতা বাড়ে আর আজেবাজে চিন্তা বেশি মাথায় ঘুরঘুর করে।
তাই সবাই একা থাকাকে উপভোগ করতে পারেনা।
প্রশ্নটা খুব সুন্দর ছিল। ধন্যবাদ প্রশ্ন করার জন্যে।