একা থেকেও কীভাবে খুশি থাকা যায়?
একা থেকেও কীভাবে খুশি থাকা যায়?
Add Comment
অসম্ভব।পৃথিবীতে কেউ একা না।মালিক পৃথিবীর সবকিছুই নিয়ন্ত্রণ করছেন যখন তখন একা বলতে কিছু নেই।সেটা নাস্তিকদের অবিশ্বাস হতেই পারে।যদি একা থেকেই সবাই খুশী থাকত তাহলেতো মালিক স্বর্গে একজন জীবনসঙ্গিনী দিত না।যাদের কেউ নেই তাদের হয় ঈশ্বর আছে নয়তো সমাজের কেউ না কেউ আছে।একা কখনো খুশী হওয়া যায় না হয় ইমানদার হতে হয় নয়তো কাউকে না কাউকে নিয়ে সুখী হতে হয়।
আপনি লক্ষ করুন আমাদের আগের জেনারেশন মানে দাদু ঠাম্মারা কি করেছে।তার স্বামী ও স্ত্রী কেউ কাউকে ছাড়ে নি।তাদের মত সুখী কেউ নেই।আজকের এই জেনারেশনে ভালোবাসার মৃত্যু হয়েছে যেন।তাই এই জেনারেশন খুশী নেইতো।চলছে একটা ছন্নছাড়া ।সুখ কি জানেই না।আশ্চর্য।
একাকিত্বের কালসাপ একদিন ছোবল মারবেই।যত খুশী থাকার চেষ্টা করুন না কেন।