এক্সপ্যানশন বাস কি?
সিপিইউ এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে । সিস্টেম ইউনিটের বাহিরের যন্ত্রপাতিগুলো সাধারণত কোন কার্ডেরপোর্ট লাগানো থাকে । এই কার্ডগুলো কোন এক্সপানশন স্লটে বসানো থাকে । এক্সপানশন বাসের দ্বারা সিপিইউকে পেরিফেরিয়াল ডিভাইসগুলোর সাথে সংযুক্ত করে । কম্পিউটার প্রযুক্তির বিকাশের বিভিন্ন পর্যায়ে অনেক ধরনের এক্সপানশন বাস আবিষ্কৃত হয়েছে ।