এখনও পর্যন্ত জীবন নিয়ে আপনার উপলব্ধি কী?
এখনও পর্যন্ত জীবন নিয়ে আপনার উপলব্ধি কী?
Add Comment
- মানুষ আপনার প্রতি যতটা আগ্রহ দেখায় আসলে ততটা আগ্রহী না তারা।
- যখন সফল হবেন তখন আপনার পাশে সবাই থাকবে, তবে সফল হওয়ার পূর্বের দুর্গম পথের সাথী কেউ হবে না।
- বিনামূল্যে কোনোকিছু দিলে সেটার মূল্য কেউ দিতে চাইবে না।
- বিজয়ীর পাশে সবাই থাকে কিন্তু ব্যর্থদের পাশে কেউ থাকে না।
- সবাই জাজমেন্টাল মনোভাব নিয়ে বসবাস করে।
- কৃতজ্ঞতাবোধ মনুষ্য নামক প্রাণীর মধ্যে নেই বললেই চলে।
- অন্যের অবস্থানে নিজেকে নিয়ে চিন্তা করতে সবাই নারাজ। কেউ সহানুভূতিশীল নয়। অনেকে তো সহানুভূতি কী সেটাই বুঝে না!
- সফল হওয়ার পূর্বে ব্যর্থতার গল্পগুলো না বলা শ্রেয়।
- সবাই শুধু নিজের কথা বলতে চায়, কেউ শোনতে চায় না।
- বিপদে পরিবার ছাড়া আর কাউকে পাশে পাবেন না।