এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী কি?

এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী কি?

Train Asked on March 16, 2015 in আইন.
Add Comment
1 Answer(s)

    এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বলতে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় প্রদত্ত প্রথম বিবরণকে বুঝায় যার উপর ভিত্তি করে তদন্ত কার্য শুরু হয়। সময়ের দিক দিয়ে এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে একে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয় (First information report)। ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা মতে কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে কোন সংবাধ মৌখিকভাবে প্রদান করা হলে তিনি তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শুনাবেন ও তার স্বাক্ষর নিবেন এবং লিখিতভাবে প্রদান করা হলে প্রদান কারীর স্বাক্ষর নিয়ে তার সারমর্ম সরকারের ফরম মোতাবেক নির্ধারিত বইয়ে লিপিবদ্ধ করবেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে বা তাঁর পরিবারের কেউ কিংবা অন্য কোনো ব্যক্তি, যিনি ঘটনা ঘটতে দেখেছেন কিংবা ঘটনা সম্পর্কে অবগত আছেন, তিনি থানায় এজাহার করতে পারেন। মূলত এজাহার করার মাধ্যমে থানায় মামলা করা হয়।
    এজাহার করার নিয়মকানুনঃ

    কোনো অপরাধ সম্পর্কে নিকটস্থ থানায় এজাহার দায়ের করতে হবে। এজাহারের আবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখতে হবে। লিখিত আকারে দেওয়া হলে সাদা কাগজের এক পিঠে লিখতে হবে। কম্পোজ করেও দেওয়া যাবে। ঘটনার পূর্ণ বিবরণ, ঘটনার স্থান, সময় ও কীভাবে ঘটনা ঘটল, আসামির নাম ঠিকানা জানা থাকলে তার বিবরণ স্পষ্টভাবে লিখতে হবে। এজাহারকারীর পূর্ণ ঠিকানা ও সই থাকতে হবে। যদি মৌখিকভাবে থানায় এজাহার দেওয়া হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা তার নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তা তা লিখবেন এবং এজাহার দায়ের কারীর স্বাক্ষর নিবেন।

    Train Answered on March 16, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.