এনালগ কম্পিউটারের বৈশিষ্ট কী ?
এনালগ কম্পিউটারের বৈশিষ্ট কী ?
Add Comment
এনালগ কম্পিউটারের বৈশিষ্টগুলো নিম্নরূপঃ ০১. এনালগ কম্পিউটারে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেতের প্রয়োজনীয় ফল প্রদর্শিত হয় । ০২. এটি কোনো কিছুর চাপ, তাপ, রোধ ইত্যাদির হ্রাস-বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহার হয়ে থাকে । ০৩. এটি পরিমাপন পদ্ধতিতে কাজ করে থাকে ।