এন্ড্রয়েড ফোন থেকে কি ফ্রিল্যান্সিং অথবা অনলাইনে আয় করা যাবে?
এন্ড্রয়েড ফোন থেকে কি ফ্রিল্যান্সিং অথবা অনলাইনে আয় করা যাবে?
Add Comment
আসসালামু আ’লাইকুম। আসলে আপনি ফ্রিল্যান্সিং এবং অনলাইনে আয় বলতে কি বুঝাতে চেয়েছেন, তা আমি বুঝতে পারছি না। যাক, ফ্রিল্যান্সিং কাজ অনেক রকম হতে পারে। ধরুন, web development। আপনি একজন ফ্রিল্যান্স web developer হিসাবে কাজ করতে চান। এবং আপনি চান আপনার কোডিংয়ের কাজগুলো আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে করতে। সেক্ষেত্রে এটা অবশ্যই সম্ভব। . Web development এর জন্য প্রয়োজনীয় অনেক app আপনি google play store বা অন্য সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সেই app গুলো ব্যবহারের জন্য আপনার android device এর কনফিগারেশন বেশ ভালো হতে হবে।