এফ.এ (এ/আই) পদবীর পূর্নরুপ কি আর এই পদবীর কাজ কি?
এফ.এ (এ/আই) পদবীর পূর্নরুপ কি আর এই পদবীর কাজ কি?
Add Comment
পদটির নাম হল এফ. এ যার পুর্বরূপ ফিল্ড অ্যাসিসন্ট্যান্ট।
কৃত্রিম প্রজনন, গবাদি পশুর প্রসব থেকে শুরু করে বাচ্চার যত্নের কাজ করেন একজন ফিল্ড অ্যাসিসন্ট্যান্ট (এ/আই)। দেশের যেকোনো উপজেলা বা ইউনিয়নে পোস্টিং হতে পারে। মাঠপর্যায়ের এইসব কর্মীদের কাজের প্রতিবেদন জমা দিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে।