এমন একটি ভালো উপদেশ দেন, যেন সবসময় মনে রাখতে পারি?
এমন একটি ভালো উপদেশ দেন, যেন সবসময় মনে রাখতে পারি?
Add Comment
অনেকে অনেক উপদেশ দিয়েছে কিন্তু আমার পক্ষ থেকে আপনাকে প্রতি একটা উপদেশ হচ্ছে, যেকাউকে যেকোনো কথা বলতে গেলে চিন্তা করে খুব সতর্কতার সাথে বলবেন।
কারণ আপনার একটি কথার মাধ্যমে যেকারো মন মুহুর্তের মধ্যে খারাপ হতে পারে আবার ভালো হয়ে যেতে পারে। তাছাড়া আপনি একবার যা মুখ থেকে বলে ফেলবেন তা আর হাজার কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারবেন না!!!