এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
জীবনে তিনটা (C) ‘সি’ ভীষণ গুরুত্বপূর্ণ…
১। Choise (চয়েজ)
২। Chance (চান্স)
৩। Change (চেইঞ্জ)
Choice : মনে রাখবেন, তকদিরের মালিক একমাত্র সর্বশক্তিমান মহান আল্লাহু তায়ালা এবং ভাগ্য আপনার হাতে নেই , কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটিই চয়েস।
Chance : আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তাই পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন। পরিবর্তন চান তো… নিজেকে পরিবর্তন করতেই হবে। এটি হল (Chance) চান্স / সুযোগ!
Change : ” অতীতকে আপনি বদলাতে পারবেন না,কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন” পরিবর্তন সম্ভব…. নিজেকে আরও যোগ্য করতে পারলে আরও সমৃদ্ধ জীবন সম্ভব। এটাই হল পরিবর্তন (Change)।
. বড় স্বপ্ন দেখুন, . নিজেকে বিশ্বাস করুন।
. লক্ষ্য নির্ধারণ করুন,
. পরিকল্পনা গ্রহণ করুন
. সেই অনুযায়ী কাজ করুন।
নিজের সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন সময়ের সঠিক ব্যবহার করুন
কঠোর পরিশ্রম করুন
সর্বদা সামনের দিকে তাকান ও এগিয়ে যান..