এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
Add Comment
- শিক্ষিত হওয়া অনেক সহজ মানুষ হওয়াটা-ই কঠিন।
- উপকার করতে হলে নিঃস্বার্থ ভাবে করো কারণ তোমার জন্যে আল্লাহ -ই যথেষ্ট। অন্য করো উপর ভরসা আর সাহায্য পাওয়ার আশায় থাকিও। এটা যেমন শিরকের সমানুপাতিক ঠিক তেমনি আপনার বিশ্বাসের ব্যস্তানুপাতিক ।
- আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না পৃথিবীর যে ভাষাতেই এটা রুপান্তর করা হোক না কেনো।
- মূর্খের মূর্খতা দেখে হাসি দেওয়া টাও আপনার মূর্খ মননের বহিঃপ্রকাশ।
- শত্রুর শত্রুতা তত টা মনে থাকবে না যত টা মনে থাকবে বন্ধুর নীরবতা
- সম্মান তত টুকু পাবেন যত টুকু আপনি দিবেন অন্যকে।
- কারো জন্যে অপেক্ষা না করে নিজের কাজ নিজে করে যাও। রিক্সার জন্যে অপেক্ষা করে যে সময় নষ্ট করবে ঐ সময় ব্যবহার করে হাঁটলে আপনার সময়, টাকা সাথে ব্যায়াম হয়ে যাবে।
- রাস্তায় পড়ে যাওয়া মানুষ দেখে যদি আজও হাসি পায় তাহলে তুমি শিক্ষিত হয়েছ বটে কিন্তু মানুষ হও নাই..!
- শিক্ষিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয় মানুষ হওয়া যতটা গুরুত্বপূর্ণ।
- কেউ অপরাধী হয়ে জন্ম নেয় না এই সমাজ ব্যবস্থা এই বিচার ব্যবস্থা তাকে অপরাধী বানিয়ে তুলে
- ক্যাম্পাসে জুনিয়রদের কাছে সম্মান ভিক্ষা না করে সম্মানের যোগ্য হয়ে যান। That’s best way for keep distance your level
- Time Is money
- কেউ গালি দিলে আপনি পাল্টা দিবেন না। কারণ সে গালি দিয়ে তার লেভেল সম্পর্কে আপনাকে অভিহিত করে দিল।
- ফেইসবুক টুইটারে লাইক কমেন্ট পাওয়ার নেশা মদ গাঁঞ্জার নেশা থেকে কম না
- ইউটিউব ফেইসবুকে বালগার কন্টেন্টে লাইক দিবেন আবার বলবেন আল্লাহ তো দয়ালু ” এটা কোনধরনের……?
- পিস্তলের গুলি বিদ্ধ করে দেহ কলমের কালি বিদ্ধ করে মনন।
18.মুসলমান হয়ে গর্ব করা সাঝে না গো
যদি বেঈমান হয়ে মৃত্যুটা সেঝে যায়
19.খাওয়ার আগে জোড়ে বিসমিল্লাহি বলার মানে এই না যে তিনি খুব ভালো মানুষ
হয় তো তিনি আপনাকেও বিসমিল্লাহ বলার অনুরোধ করতেছেন
20.মদ,গাঁঞ্জার নেশা থেকে কম না টিকটক লাইকি তে লাইক ফলোয়ার পাওয়ার নেশা।
21.পৃথিবীতে কোনো সিস্টেম-ই পারফেক্ট না
পারফেক্ট করে নিতে হয়
22.১০-১৫ বছর ধরে পড়ালেখা করাটা মূল্যহীন যদি আজ আপনাকে শিখিয়ে দিতে হয় কোথায় আপভোট দিবেন আর কোথায় ডাউনভোট দিবেন।
23.যদি পরিবর্তন-ই না ঘটে আপনার মাঝে তাহলে আমার কীবোর্ড হুদাই কষ্ট পেল।
ধন্যবাদ