এমন কী ঘটনা আপনার জীবনকে রাতারাতি বদলে দিয়েছে?
এমন কী ঘটনা আপনার জীবনকে রাতারাতি বদলে দিয়েছে?
আমার এক বন্ধু আমাদের পাড়াতেই থাকতো । আমি মাঝে মাঝে তাদের বাড়ীতে যেতাম। একবার তার মা ও বাবা অনেক দূরে বেড়াতে গেছিল। কিছুদিন পর সেই বন্ধুরও সেখানে যাবার জন্য ডাক আসে।
মুস্কিল হল তাদের বাড়ীতে সব সময়ের জন্য কাজ করত এক ছেলে। তাকে বাড়ীতে একা রেখে যাওয়া মুশকিল। আবার সঙ্গে নিয়ে যাবার পরিস্থিতিও ছিল না।
সেই অবস্থার সমাধান করতে, আমার বন্ধু একটা উপায় বার করলো । আমি রোজ অন্তত একবার যদি ওদের বাড়ীতে কিছু সময় থাকার জন্য যাই। তাতে ছেলেটা বাড়ী ঘর পরিষ্কার রাখবে। তার পরিচিত কাউকে বাড়ীতে এনে তুলবে না। আর বলা বাহুল্য, চাইলে আমার প্রয়োজনের নাস্তা জলখাবারও বানিয়ে দেবে। আর বাড়ীর জন্য যা কিছু কেনা কাটার দরকার হবে, সে টাকা আমার থেকে নেবে।
প্রস্তাবটাতে রাজি হতে আমার কাছে কোনও অসুবিধাজনক ছিল না। প্রকৌশল পড়াশুনার শেষে আমি তখন বেকার। যখন যেখানে যোগ্য সুযোগের সন্ধান পাই সেখানে আবেদন করি। কিন্তু মরুভূমিতে মরূদ্যান তো বিরল। বাকি সব তো মরীচিকা।
আমার কাছে তখন অনেক সময় । তাই রাজি হয়ে গেলাম।
ওদের বাড়ীতে এক ইংরেজি সংবাদ পত্রও রাখা হত। আমি যখনই যেতাম, তখন সবার আগে চাকরীর বিজ্ঞাপন দেখতাম। একবার দু তিন দিন আমি কোনও কারণে বন্ধুর বাড়ীতে যেতে পারিনি। পরের যেদিন গেলাম, তখন আমি সেই ছেলেটিকে পুরনো খবরের কাগজগুলো নিয়ে আসতে বললাম।
এক জাতীয় প্রকৌশল গবেষণা সংস্থা বিজ্ঞাপন দিয়েছে। বিভিন্ন স্তরের জন্য কিছু গবেষক চাই। আবেদন করলাম। সাক্ষাতকারের জন্য চিঠি এলো। উপস্থিত হলাম। চাকরী পেলাম।
শখ এবং পেশার সমন্বয়ের কর্মসংস্থান। ওই বিজ্ঞাপনটি চোখে না পড়লে রাতারাতি হয়তো কিছু হতনা, কিন্তু সেটা জীবনটা সত্যি বদলে দিয়েছে।