এমন কী জিনিস বেশিরভাগ মানুষ জানে না?
সৎ হউন কিন্তু কখনোই নিজেকে ব্যবহার হতে দেবেন না। ভালোবাসুন কিন্তু কখনোই নিজেকে কষ্ট পেতে দেবেন না। বিশ্বাস করুন কিন্তু কখনোই বোকা হবেন না। অন্যের কথাকে শুনুন কিন্তু নিজের কথাকে চেপে রাখবেন না।
আপনার ভালো হওয়াটা এই পৃথিবী আপনাকে বোকা মনে করে। নিজেকে এতোটাই বোকা তৈরি করুন যাতে কারোর ক্ষতি না করেন, আর নিজেকে এতোটাও চলাক রাখুন যাতে লোক আপনার ক্ষতি না করতে পারে। এমন কোনো মানুষের সাথে কথা বলবেন না, যে নিজে থেকে আপনার সাথে কথা বলতে চায় না। কারোর সাথে একবার কথা বললেই আপনি বুঝতে পারবেন, সে আপনার সাথে কথা বলতে চায়, কি চায় না।
আর কারোর সাথে ফালতু কথা বলার থেকে ভালো হলো নিজের লাইফটা ইনজয় করুন। কেবল তাদের সাথেই কথা বলুন, যারা আপনার সাথে কথা বলার জন্য সব সময় রেডি থাকে ও আপনার সাথে কথা বলে খুশিতে থাকে।
নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন। যে একজন বাদশার ঘরেতেও ততোটাই আলো দেয়, যতোটা একজন গরিবের ঘরে দেয়। না কখনো কারোর জীবনে স্পেশাল হবেন, না আপনার জীবনে কাউকে স্পেশাল তৈরি করবেন। হ্যা আপনি কিছু স্পেশাল ফ্রেন্ড রাখতে পারেন। যাদের সাথে আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারবেন। আর যখন আপনি কাউকে স্পেশাল তৈরি করবেন তখন তার সব কিছু আপনার জীবনের খুশির উপরে প্রভাব ফেলবে।
এছাড়া আপনি কারোর কাছে স্পেশাল হলে, তার সামান্য পরিবর্তন, সামান্য ইগনোর, আপনাকে অনেক কষ্ট দিতে পারে।